মুসলিম আরব জেনারেল ইবনে হারিসা

মুসলিম আরব জেনারেল ইবনে হারিসাঃ

আল-মুসান্না ইবনে হারিসা ছিলেন একজন মুসলিম আরব কমান্ডার।আরবে অবস্থানকালীন আল-হীরা থেকে তিনি সাসানীয় মেসোপটেমিয়া সমতলে অভিযান চালান।



সেতুর যুদ্ধ নামে পরিচিত ইউফ্রেটিস নদীর উপকূলে সংঘটিত যুদ্ধে আবু উবাইদ সহ আরব মুসলমানরা পরাজিত হলেও আল মুসান্না তাঁর আহত ৩,০০০ সৈন্য নিয়ে বেঁচে যান এবং মদিনায় ও আরব মরুভূমির অন্যান্য জায়গায় চলে যান।৬৪৩৪ সালে আল-মুসান্না তার সেনাবাহিনীকে বুয়েব যুদ্ধে পার্সিয়ানদের পরাজিত করতে নেতৃত্ব দিয়েছিলেন।এছাড়াও
তিনি আল-কাদিসিয়াহ যুদ্ধের সেনাপতিদের মধ্যে ছিলেন অন্যতম।

No comments

Powered by Blogger.