"আশআরি উপাধি" এর প্রতিষ্ঠাতা আল-আশআরি
"আশআরি উপাধি" এর প্রতিষ্ঠাতা আল-আশআরি:
আবুল হাসান আল-আশআরি ২৬০ হিজরিতে ইরাকের বসরায় জন্ম গ্রহণ করেন।তিনি ছিলেন বিখ্যাত ইসলামিক পন্ডিত, ধর্মতত্ত্ববিদ এবং আশআরি মতবাদের প্রবর্তক। ইসলামের নবী মুহাম্মদ (দঃ) এর বিশিষ্ট সাহাবি আবু মুসা আশয়ারী ছিলেন তার পূর্বপুরুষ।আশআরি" নামের নিসবত এখান থেকেই ব্যবহৃত।তারুণ্যে তিনি মুতাজিলি ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক গুরু আল-জুব্বাই এর তত্ত্বাবধানে থেকে তিনি শিক্ষা অর্জন করেন।ইতিহাসবিদদের মতে জীবদ্দশায় আল-আশআরির রচনা কর্মের সংখ্যা ৩০০।তবে জীবনীকার ইবনে খাল্লিকান তার রচনা কর্মের সংখ্যা ৫৫ টি বলে উল্লেখ করেন ।
এর মধ্যে "মাকালাতুল ইসলামিইয়্যিন ওয়া ইখতিলাফ আল-মুসাল্লিন" এবং "আল-লুমআ'ফি আল-রাদ আলা আহলিল জিয়াঘ ওয়াল বিদআ" অন্যতম।হিজরি ৩২৪, বাগদাদ, আব্বাসীয় খিলাফতে ৬৪ বছর বয়সে এই ইসলামিক পন্ডিত পরলোক গমন করেন।
No comments