দাবানলে বিধ্বস্ত তুরস্ক

ঐতিহাসিক এবং অতি আধুনিক শহর হিসেবে তুরস্ক বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে যেখানে প্রকৃতি যেনো তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। আর রূপবান তুরস্কের বিভিন্ন বনাঞ্চল এবং ১৭ প্রদেশের ৭০ এলাকায় আঘাত এনেছে ভয়ানক দাবানল।

-দাবানলের তীব্রতা এত বেশি যে, তুরস্কের আনতালিয়া ও মারসিন প্রদেশ থেকে ধোঁয়া গ্রিস পর্যন্ত পৌঁছে গেছে, যার দূরত্ব দাবানলের স্থান থেকে প্রায় ১৫০ কিলোমিটার। যার ফলে অন্তত ১০০টি বড় অগ্নিকান্ড ঘটে, যেখানে সব মিলিয়ে এখন পর্যন্ত নিহতে সংখ্যা ৬ জন এবং আহত অনেকে।


- আগুণ নিয়ন্ত্রণে আনতে ৪ হাজার ফায়ার কর্মী আগুন নেভাতে তিনটি বিমান, ৩৮টি হেলিকপ্টার এবং শত শত ফায়ার ট্রাক ব্যবহার করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে ১৮০ কর্মী আহত হয়েছেন। পাশাপাশি তুরস্কের দাবানল নেভাতে ৩০ টন পানিবাহী বিমান পাঠিয়েছে ইরান।
- দেশি বিদেশি বহু পর্যটক ও স্থানীয় অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। অতুলনীয় রূপের অধিকারী তুরস্কের এমন অবস্থার পিছে দায়ী “বৈশ্বিক উষ্ণতা”। আর উষ্ণায়নের জন্য দায়ী আমরা মানুষ। তাই আমরা সচেতন হবো, পৃথিবীকে বাঁচাবো এবং নিজেরাও বাঁচবো।

No comments

Powered by Blogger.