বিখ্যাত হাদিস বিশারদ ইমাম মালেক (রহ.)

বিখ্যাত হাদিস বিশারদ ইমাম মালেক (রহ.):

ইমাম মালেক (রহ.) পবিত্র মাদীনা নগরীতে এক সম্ভ্রান্ত শিক্ষানুরাগী মুসলিম পরিবারে জন্মলাভ করেন।তিনি আনুমানিক ৯৩ হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন।তিনি পিতা আনাস ইবনু মালেক (রহ.)-এর কাছে মাদীনায় প্রতিপালিত হন। তাঁর পিতা তাবি-তাবিঈ হাদীস বর্ণনাকারী ছিলেন, যার বরাত দিয়ে ইমাম যুহরী (রহ.)সহ অনেকেই হাদীস বর্ণনা করেন।ইমাম মালেক (রহ.) ও তাঁর পিতার নিকট থেকে হাদীস বর্ণনার শিক্ষা গ্রহণ করেন।





তিনি শৈশবকাল থেকেই দ্বীনী ইলম চর্চা শুরু করেন। বিশেষ করে তাঁর মমতাময়ী মা তাঁকে শিক্ষার প্রেরণা যোগান।শৈশবেই তিনি পুরো কুরআন শরিফ মুখস্থ করেন। এরপর তিনি মদিনার বিখ্যাত তাবেয়ী আবু সুহাইল নাফের কাছে হাদিস শিক্ষা করেন। এছাড়াও ইমাম মালেক তৎকালীন বহু বিখ্যাত ইসলামি ব্যক্তিত্বদের কাছে শিক্ষা গ্রহণ করেন। তাদের মাঝে অন্যতম হলো হিশাম বিন উরওয়া, জাফর সাদিক এবং ইবনে শিহাব যুহরী। এভাবে তিনি বহু শায়খের সান্নিধ্য গ্রহণ করেন।এই মহান হাদিস বিশারদ আনুমানিক ১৭৯ হিজরীর রবিউল আউয়াল মাসে ৮৪ বছর বয়সে মদিনাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে মসজিদে নববীর পাশে মাকবারাতুল বাকী কবরস্তানে দাফন করা হয়।

No comments

Powered by Blogger.