বিদায়ের পথে Silent Killer
প্রায় ১৬ মাস পর টেস্ট দলে ডাক পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত সেঞ্চুরিও হাঁকিয়েছেন প্রথম ইনিংসে। দেড়শ রানের ইনিংস খেলেছেন যা ক্যারিয়ার সেরা। কিন্তু তাতেই কি থেমে গেল নিজের সাথে লড়াই এর চাকা?? নাকি অভিমানে চলে যাচ্ছেন?? গত বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খারাপ সময় পার করার পর দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও নির্বাচকদের সিদ্ধান্তে এই ফরম্যাট থেকে বাদ দেয়া হয় তাকে।এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন না। তবে সফরের তিন দিন আগে হুট করেই ঢাকা হয় দলে। কারণ হিসেবে বলা হয়, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের চোটের কারণে মাহমুদউল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি টেস্ট দলে।
শুক্রবার হারারেতে তৃতীয় দিনের খেলা শেষে বিসিবির দেয়া ভিডিও বার্তায়ও অবসরের কোনোও ইংগিত দেননি তিনি। এতে গুঞ্জন এর অবসান হয় নি বরং বেড়েছে জল্পনা, কল্পনা। জাতীয় দলের এই অভিজ্ঞ অল-রাউন্ডার নাকি অবসর নিচ্ছেন টেস্ট ক্রিকেট থেকে।তবে টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি নাকি এই ব্যাপারে অবগত নয়। সতীর্থদের সঙ্গে আলাপ করে এক রকম সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তিনি, এরং গুজব এর ছড়াছড়ি। এ নিয়ে দেশের দুটি টেলিভিশন চ্যানেলেও জানানো হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্ট খেলে এই ফরম্যাট থেকে অবসরে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
No comments