সর্বশ্রেষ্ঠ হাদিসগ্রন্থ "বুখারি শরীফ" এর রচয়িতা ইমাম বুখারি (রঃ)
সর্বশ্রেষ্ঠ হাদিসগ্রন্থ "বুখারি শরীফ" এর রচয়িতা ইমাম বুখারি (রঃ):
ইমাম বুখারি (রঃ) ১৩ই শাওয়াল শুক্রবার, ১৯৪ হিজরীতে খোরাসানে জন্মগ্রহণ করেন।ষোল বছর বয়সে তিনি তাঁর মা এবং বড় ভাইয়ের সাথে হজ্জে গমন করেন। হজ্জের পর তিনি মক্কাতে রয়ে যান এবং হিজাযের হাদীসবিশারদদের কাছ থেকে হাদীস গ্রহণ করতে থাকেন।
এ সময় তিনি "কাজায়াস সাহাবা ওয়াত তাবীয়ীন" নামক গ্রণ্থ রচনা করেন।দীর্ঘ ১৬ বছর পর তিনি হাদীস অন্বেষণের ভ্রমণ শেষ করে নিজ মাতৃভূমি বুখারায় ফিরে আসেন।তবে ইমাম বুখারীর জীবনের শ্রেষ্ঠতম কর্ম হচ্ছে "বুখারী শরীফ" হাদীসগ্রন্থের রচনা। তিনি স্বীয় শিক্ষক ইসহাক বিন রাহওয়াইহ থেকে এই গ্রন্থ রচনার প্রেরণা লাভ করেন।২১৭ হিজরী সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি মক্কার হারাম শরীফে এই গ্রন্থের সংকলন শুরু করেন। দীর্ঘ ১৬ বছর পর ২৩৩ হিজরী সনে এর সংকলনের কাজ সমাপ্ত হয়।এই মহান হাদীস পণ্ডিত ২৫৬ হিজরীর, ১লা শাওয়াল মোতাবেক ৩১শে আগস্ট, ৮৭০ খ্রিষ্টাব্দের শুক্রবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। পরদিন শনিবার যোহরের নামাজের পর সমরকন্দের খরতঙ্গে তাকে সমাধিস্থ করা হয়।
No comments