আরবের হেরোডোটাস ইতিহাসবিদ "আল-মাসুদি"
আরবের হেরোডোটাস ইতিহাসবিদ "আল-মাসুদি":
আল মাসুদী ৮৯৬ খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন। তার শৈশব, পরিবার ও শিক্ষা- এসব বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যই পাওয়া না গেলেও তার ভ্রমণবিলাসিতার কথা প্রায় সব ইতিহাসবিদই লিখে গেছেন। মাত্র ১৯ বছর বয়সেই আল মাসুদী তার যাযাবর জীবনের শুরু করেন এবং মৃত্যুর কয়েক বছর আগ পর্যন্ত অর্থাৎ প্রায় ৯৫৬ খ্রিষ্টাব্দের আগ পর্যন্ত তার এ ভ্রমণ অব্যাহত থাকে।
পারস্য, শাম (বর্তমান সিরিয়া), আর্মেনিয়া, আজারবাইজান হয়ে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ভলগা অঞ্চল, মধ্য এশিয়া, ভারত, কানবালু বা বর্তমান মাদাগাস্কার, ওমান, দক্ষিণ আরব, গ্রিক সাম্রাজ্য ও স্পেন ঘুরে মিসরে গিয়ে শেষ হয় তার এ দীর্ঘ ভ্রমণ। অনেক ইতিহাসবিদ তার ভ্রমণের তালিকায় চীন ও শ্রীলংকাও যোগ করেন। কেননা তার ইতিহাসবিষয়ক লেখায় চীন ও শ্রীলংকা সম্বন্ধে ব্যাপক পরিমাণে তথ্য ছিল। তিনি স্বর্ণ উপত্যকার পাতাটি তৈরি করেছিলেন। মনীষী আল মাসুদীর ভাস্কর্য “The Natural History Museum Vienna” তে সংরক্ষিত আছে।
No comments