মুসলিম বিশ্বের "শাইখুল ইসলাম" ইমাম আহমদ নিব হাম্বল

মুসলিম বিশ্বের "শাইখুল ইসলাম" ইমাম আহমদ নিব হাম্বলঃ

ইমাম আহমদ বিন হাম্বল ৭৮০ খ্রিস্টাব্দে ইরানের বাগদাদে জন্মগ্রহণ করেন। আহমদ বিন হাম্বল বাগদাদে আবু হানিফার ছাত্র আবু ইউসুফ ও মালিক বিন আনাসের ছাত্র ইমাম শাফির কাছে পড়াশুনা করেন। আহমদ ইবনে হাম্বল তার সমস্ত জীবন ব্যাপী মুতাজিলা যুক্তিবাদী মতবাদের বিরোধিতা করেছেন।মুতাজিলাগণ (খালক্বে কুরআন) কুরআনকে আল্লাহর অন্যান্য সৃষ্টির অনুরূপ ও সংশোধনযোগ্য মনে করতো, আহমদ বিন হাম্বল বিরোধিতায় বলেন "কুরআন আল্লাহর অন্যান্য সৃষ্টির মত কোন সৃষ্টি নয় বরং তা সরাসরি আল্লাহর বাণী ও আল্লাহরই নিজস্ব বিশুদ্ধ বক্তব্য, তাই তা সম্পূর্ণ নির্ভূল ও তথা তা সংশোধনের সামান্যতম প্রয়োজন নেই, এবং তার মানবীয় যৌক্তিক পৃথক কোন ব্যাখ্যারও দরকার নেই।" ইমাম আহমদে বিন হাম্বল তাঁর জীবদ্দশায় মোট ১২ টি গ্রন্থ রচনা করেন যার মধ্যে "মুসনাদ আহমাদ" (হাদিস সংখ্যা চল্লিশ হাজার), "উসুলুস সুন্নাহ", "কিতাবুল ঈমান","কিতাবুল মাসা‘ইল" ,"কিতাবুল মানসুখ", "রিসালাতুস সানিয়া" ইত্যাদি অন্যতম।



খলিফা মুতাওয়াক্কিলের আমলে তিনি বাগদাদে ফিরে আসেন।সেখানে আনুমানিক ৮৫৫ খ্রিস্টাব্দে ৭৫ বছর বয়সে এই মহান মুসলিম পন্ডিত এবং ধর্মতত্ত্ববিদ মৃত্যুবরণ করেন।

No comments

Powered by Blogger.