তৃতীয় আব্বাসীয় খলিফা আল-মাহদি

তৃতীয় আব্বাসীয় খলিফা আল-মাহদিঃ

মুহাম্মদ ইবনে মনসুর আল মাহদি আনুমানিক ৭৪৫ খ্রিষ্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন।তিনি ছিলেন তৃতীয় আব্বাসীয় খলিফা।তিনি তার পিতা আল মনসুরের উত্তরাধিকারী হন।আল মাহদি তার পিতার মৃত্যুশয্যায় থাকার সময় খলিফা হিসেবে ঘোষিত হন। তার শান্তিপূর্ণ শাসনকালে পূর্বসূরিদের নীতিমালা প্রচলিত ছিল।তার শাসনামলে আলিয়দের সাথে বিরোধ নিষ্পত্তি হয়। প্রভাবশালী বারমাকি পরিবার এসময় আরো ক্ষমতার অধিকারী হয়। তারা খলিফার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে।



আল মাহদি দশ বছর ক্ষমতায় ছিলেন। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত উজির ইয়াকুব ইবনে দাউদকে কারারুদ্ধ করেন। ১৬৭ হিজরি/৭৮৩ খ্রিষ্টাব্দে আল মাহদি কর্তৃক চালু করা এক তদন্তের ফলে অভিযুক্ত জিন্দিকদের মৃত্যুদন্ড দেয়া হয়। তিনি সঙ্গীত ও কবিতার ভক্ত ছিলেন। অনেক শিল্পী ও কবি তার পৃষ্ঠপোষকতা লাভ করে।৭৫১ সালে চীন থেকে কাগজের প্রচলনে তাঁর শাসনব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন পর্যন্ত পশ্চিমে আরবদের মধ্যে কাগজের প্রচলন ছিল না। পারসিয়ানরা পেপিরাস ও ইউরোপীয়ানরা ভেলাম ব্যবহার করত। কাগজ নির্ভর শিল্প বাগদাদে ব্যাপক হয়ে উঠে। আব্বাসীয় আমলাতন্ত্রের বিস্তৃতিতে কাগজের স্বল্পমূল্য ও স্থায়ীত্ব প্রভাব ফেলেছিল।আনুমানিক ৭৮৫ সালে আব্বাসীয় খলিফা আল-মাহদি কে বিষপ্রয়োগে হত্যা করা হয়।

No comments

Powered by Blogger.