র্যাংকিং এর শীর্ষে মিরাজ- মুস্তাফিজ
ব্যর্থতাই যখন সফলতার বড় প্রতীক , সেখানে বাংলাদেশের ক্রিকেট টিমের বোলারদের উদাহরণ বলাই বাহুল্য। গত ১ বছরের অধিক বোলিং এ পিছনে থেকেও নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জনের দিকে এগিয়ে চলেছেন বাংলার দুই তরুণ তারকা। ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের তরুণ দীপ্ত বাংলার মেহেদী আজ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ২য় শ্রেষ্ঠ বোলার। চলতি লংকান সিরিজে ২ ম্যাচে মাত্র ৫৮ রানের বিনিময়ে নিয়েছেন ৭ জন লংকান ব্যাটসম্যানের উইকেট। এই পারফরম্যান্স তাঁকে এনে দিয়েছে বাংলাদেশ ও নিজ ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন।
আইসিসি এর হালনাগাদ অনুসারে মাত্র ১২ পয়েন্টে ট্রিন বোল্টের থেকে পিছিয়ে থেকে ২নং পজিশন ধরে রেখেছেন বাংলার এই তরুণ প্রতিভাবান ক্রিকেটার। পিছনে ফেলেছেন আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানের মতো ক্রিকেটারদের রেকর্ডকে। তাঁর এই অভাবনীয় সাফল্য মতে যখন সারা বাংলা আনন্দে আত্মহারা তখন আরেকটা সুখবর এনেছেন বাংলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গত ২ ম্যাচে ৬ উইকেট নেওয়ার বিনিময়ে পেয়েছেন ৮ জন বোলারকে পিছনে ফেলার সুবর্ণ সুযোগ। ৮ ধাপ এগিয়ে এখন ৬৫২ পয়েন্ট নিয়ে এখন ৯ম স্থানে অধিষ্ঠিত বাংলার এই কাটার মাস্টার।
No comments