আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবসঃ

পৃথিবীতে সবথেকে সরল এবং সুন্দর শব্দ হলো মা । জন্মের পরেই আমরা সর্বপ্রথম যাকে ভালোবাসি, যার জন্য মায়া জন্মে, যার কাছে যাওয়ার তীব্র ইচ্ছা থাকে সেই হলো মা । জীবনের প্রথম বন্ধুটিও মা । যার কাছে হাসি মুখে, লজ্জাহীন ভাবে সবকিছু চাওয়া যায় উনি হচ্ছেন মা । বাবা না হয় সংসার চালায় কিন্তু সেই সংসার ঝামেলহীন ভাবে গুছিয়ে রাখার দায়িত্ব যিনি নিশ্চুপ ভাবে পালন করে যাচ্ছেন বছরের পর বছর উনি হলেন মা । একটি মেয়ে নিজের ইচ্ছা মত চলতে পারলেও একজন মাকে চলতে হয় পরিবার এর সবার ইচ্ছায় । সবসময় "সবার পছন্দই আমার পছন্দ" এই বলে চালিয়ে যাওয়া মানুষটি মা । মাকে নিয়ে বললে তো আর শেষ হবে না কারন উনি আমাদের জীবনের সবথেকে বড় উপন্যাস যার কোথাও শেষ নেই। বছরের ৩৬৫ দিন মা আমাদের জন্য মায়ের দায়িত্ব পালন করে । তবে আমরা সন্তানের দায়িত্ব পালন করতে প্রায়ই অক্ষম ।



যদি কখনো ইচ্ছা করে জড়িয়ে ধরে বলুন ধন্যবাদ মা । উনি হয়তো জিনিসটা হেসে উড়িয়ে দিবেন তবে সেদিন উনি আবার মা হওয়ার আনন্দ লাভ করবেন ।

No comments

Powered by Blogger.