প্রচ্ছন্ন অস্তিত্ব 'ডেলোইড রোটিফার্স'

ক্রিপটোবায়োসিস! হ্যাঁ, কিন্তু এটি কি?? এটি হলো এমন এক দশা যেখানে বহুকোষীয় প্রাণীদের বিপাকক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এই পরিস্থিতিতে তাঁরা নিজেদের টিকিয়ে রাখে! তেমনি এক আণুবীক্ষণিক প্রাণীর আবিষ্কার করেছে রাশিয়ার বিজ্ঞানীরা। এর নাম ডোলোইড রোটিফার্স। ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চল খননের পর হিমায়িত মাটির এক কোর থেকে ২৪ হাজার বছর পুরোনো এক প্রাণের অস্তিত্ব খুঁজে পান তাঁরা। উত্তর মেরুর জমাট বাঁধা অবস্থায় ২৪ হাজার বছর ধরে প্রাণীটি ঘুমন্ত অবস্থায় ছিলো! একপ্রকার অপ্রকাশিত অস্তিত্বের কাহিনী! 



এরকম এক প্রাণী আবিষ্কার এর কথা সিএনএনকে  জানিয়েছে রাশিয়ার বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা তাঁদের রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে নিশ্চিত করেছেন যে জীবটি ২৪ হাজার বছরের পুরোনো । এরকম জীব আবিষ্কার আজ নতুন নয়। সার্বিয়ায় ৩০ হাজার বছর পুরোনো নেমাটোড পাওয়া গেছে। পূর্বে বহুকোষীয় প্রাণী সংরক্ষণ ও তা আবার প্রকৃতিতে ফিরিয়ে আনা এক দুষ্কর ব্যাপার ছিলো, শুধু এককোষী প্রাণীদের ক্ষেত্রে এটি দেখা যেতো। কিন্তু এখন যেসকল আণুবীক্ষণিক জীবের অন্ত্র ও মস্তিষ্ক আছে তা সংরক্ষণ এর এক বিশাল ধাপ এগিয়ে গেছে বিজ্ঞানীরা বলে দাবি করেছেন রাশিয়ার সয়েল ক্রায়োলজি ল্যাবরেটরির গবেষক ষ্টাস মালাভিন।

No comments

Powered by Blogger.