রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা কানাডায়

গতকাল মঙ্গলবার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার দেখা পেয়েছে কানাডাবাসী। সবচেয়ে বেশি ভুগছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের মানুষ। রেকর্ডভাঙা তাপমাত্রা ও তীব্র গরমে সেখানে মৃত্যুর সংখ্যা ২৩০ ছাড়িয়ে গেছে।কানাডার পশ্চিমাঞ্চল ও যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা তে অতিরিক্ত গরমে ভোগান্তির মুখে জনগন।প্রতিদিনই রেকর্ড ভাঙছে তাপমাত্রা। ব্রিটিশ কলাম্বিয়ার চিফ করোনার লিসা লাপোইন্তে এর ভাষ্যমতে গত শুক্রবারের পর থেকে রাজ্যে ২৩০ জনের বেশি মানুষ মারা গেছেন।তীব্র গরমে ব্রিটিশ কলাম্বিয়ার জনবহুল শহর ভ্যাঙ্কুভার এবং পাশের বার্নাবি ও সুরে শহরে মৃত্যুর ঘটনা বেশি ঘটেছে।



নিহত ব্যক্তিদের বেশির ভাগই বয়স্ক।ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের একটি গ্রাম লুটন এ গতকাল তাপমাত্রা উঠেছিল ১২১ ডিগ্রি ফারেনহাইট বা ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা কানাডা এর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা এর রেকর্ড ।চলতি সপ্তাহের আগে কানাডায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়নি। তিন দিন ধরেই লুটনে রেকর্ডভাঙা তাপমাত্রা বজায় রয়েছে।কানাডার মেরু অঞ্চল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অরিগন, ওয়াশিংটন এ ও এই গড় তাপমাত্রা এর পরিবর্তন ঘটছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইটে উঠেছিল। আর অরিগন অঙ্গরাজ্যের বৃহত্তম শহর পোর্টল্যান্ডের তাপমাত্রা ছিল আরও বেশি। গতকাল সেখানে ১১৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করেছে । ১৯৪০ এর পর আবার এরকম দাবদাহ দেখা যাচ্ছে। অতিরিক্ত গরম এর ভোগান্তি থেকে রক্ষা পেতে জলাশয়ে দিন যাপন করছে জনগন।

1 comment:

Powered by Blogger.