জমজমাট আসরের অবসান

বুধবার রাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের পর ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ৫৫ বছর পর তারা নাম লিখিয়েছে মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে।গ্রুপপর্বে দুই জয় আর এক ড্র নিয়ে এবার ইউরোর নকআউটে নাম লিখিয়েছিল ইংল্যান্ড। শেষ ষোলতে তারা জার্মানিকে হারায় ২-০ গোলে। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে উড়িয়ে দেয় ৪-০তে। এবার ডেনমার্কের বিপক্ষে জয়ে ফাইনালে উঠে গ্যারেথ সাউথগেটের দল।অন্যদিকে গ্রুপপর্বের তিন ম্যাচেই জেতে নকআউটে উঠে ইতালি। শেষ ষোলতে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় আজ্জুরিরা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে একই ব্যবধানে হারানোর পর সেমিতে টাইব্রেকারে রবার্তো মানচিনির দল বিদায় করে স্পেনকে।
ইতালি এর ফাইনাল এর পথ:
গ্রুপ পর্ব:
প্রতিপক্ষ তুরস্ক, ৩-০ গোলে জয়ী
প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ৩-০ গোলে জয়ী
প্রতিপক্ষ ওয়েলস, ১-০ গোলে জয়ী
শেষ ষোলো:
প্রতিপক্ষ অস্ট্রিয়া, ২-১ গোলে জয়ী (অতিরিক্ত সময়ে)
কোয়ার্টার ফাইনাল:
প্রতিপক্ষ বেলজিয়াম, ২-১ গোলে জয়ী
সেমিফাইনাল:
প্রতিপক্ষ স্পেন, ১-১ (অতিরিক্ত সময়ে) ৪-২ গোলে জয়ী (টাইব্রেকারে)
ইংল্যান্ডের ফাইনাল পথ:
গ্রুপ পর্ব:
প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ১-০ গোলে জয়ী
প্রতিপক্ষ স্কটল্যান্ড, গোলশূন্য ড্র
প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র, ১-০ গোলে জয়ী
শেষ ষোলো:
প্রতিপক্ষ জার্মানি, ২-০ গোলে জয়ী
কোয়ার্টার ফাইনাল:
প্রতিপক্ষ ইউক্রেন, ৪-০ গোলে জয়ী
সেমিফাইনাল:
প্রতিপক্ষ ডেনমার্ক, ২-১ গোলে জয়ী।
নির্ধারিত সময়ে খেলা:
ইংল্যান্ড১-১ইতালি(অতিরিক্ত সময় সহ)
পেনাল্টি শুটআউট! অবশেষে রুদ্ধশ্বাস লড়াই শেষ হলো, পেনাল্টিতে জয় ইতালির
ইংল্যান্ড- ২ ইতালি- ৩
ইংল্যান্ড:
প্রথম পেনাল্টি- গোল (হ্যারি কেন) , দ্বিতীয় পেনাল্টি- গোল (মাগুরে) , তৃতীয় পেনাল্টি - মিস (রাশফোর্ড) , চতুর্থ পেনাল্টি- মিস (স্যাঞ্চো) , পঞ্চম পেনাল্টি- গোল (বুকাও সাকা)
ইতালি :
প্রথম পেনাল্টি- গোল (ডমিনিকো) , দ্বিতীয় পেনাল্টি- মিস (বেলোটি) , তৃতীয় পেনাল্টি - গোল (বনুসি) , চতুর্থ পেনাল্টি- গোল (ফেডেরিকো) , পঞ্চম পেনাল্টি- মিস (জোর্জিনো)



ফাইনাল জেতার কারণে ইতালির পকেটে গেছে এক কোটি ইউরো। অর্থাৎ শিরোপা জেতার পাশাপাশি প্রায় ৮৯ কোটি টাকা জিতল ইতালি। এরপর ফুটবলাররা ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন। সব পুরস্কার মিলিয়ে প্রায় তিন কোটি চল্লিশ লাখ ইউরো প্রাইজমানি পেয়েছে আজ্জুরিরা। বাংলাদেশী মূল্যে যা প্রায় ৩৪২কোটি টাকা। অন্যদিকে ইংল্যান্ড ফাইনালে ওঠার কারণে পকেটে পুরেছে সত্তর লাখ ইউরো। ইংল্যান্ড দল পেয়েছে প্রায় ২৯.৭৫ মিলিয়ান ইউরো। বাংলাদেশী মূল্যে যা প্রায় ৩০৪ কোটি টাকার সমান।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোনারুমা। ইউরোর ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো গোলকিপারের হাতে গেল এই পুরস্কার। একই সঙ্গে ফ্রান্সের জিনেদিন জিদান ও আতোয়ান গ্রিজমান, গ্রিসের থিওদোরোস জাকোরাকিস, স্পেনের জাভি ও ইনিয়েস্তার পাশে বসলেন তিনি। অবশ্য যেমন খেলেছেন, তাতে পুরস্কারটা দোনারুমার হাতে না উঠলেই অবিচার হত। দুর্দান্ত তো খেলেছেনই, সঙ্গে ইতালিকে টানা দুইবার টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায় পাশ করিয়েছেন বিশ্বস্ত হাতে।সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও রোনাল্ডো ঠিকই ব্যক্তিগত অর্জনের খাতায় ষোলোআনা পুষিয়ে নিয়েছেন। পাঁচ গোল আর একটি অ্যাসিস্টের মাধ্যমে গোল্ডেন বুট জিতলেন তিনি। চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার পাত্রিক শিক পাঁচ গোল করেও ওই অ্যাসিস্টের দৌড়েই পিছিয়ে গেছেন রোনাল্ডোর থেকে। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের মিডফিল্ডার পেদ্রি।

No comments

Powered by Blogger.