বাঘের শিকারে এবার ক্যাঙ্গারু
সিরিজ শুরুর পূর্বে থেকেই নানাবিধ শর্ত আর বিধিনিষেধ চাপিয়ে দেয় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।বিবেচনা করে সেই শর্ত পূরণ করে বিসিবি এবং যথাযথ আয়োজন ও করে।
কিন্তু সিরিজের পূর্বেই ঘটে অঘটন।মেহেদী মিরাজের ফিঙ্গার ইঞ্জুরি, মুশফিকুর রহিম এর পরিবারের করোনা এবং তামিমের অসুস্থতা তাঁদের সিরিজ থেকে সরিয়ে নেয়। তাঁদের এই দলে যুক্ত হয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব যার পিতা জিম্বাবুয়ে সফরের সময় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান।
এই দুর্বল দলের একমাত্র শক্তি ছিল মাহমুদুল্লাহ এবং সাকিব। সাথে ছিল নাঈম ,আফিফ এবং নাসুমের মতো তরুণদের উপর বাড়তি চাপ। সেই চাপ নিয়েই মাঠে নামে টিম টাইগার্স। শুরুটা ওতটা ভালো হয় নি। সৌম্য এর ব্যর্থতাতে পিছিয়ে পড়ে টিম টাইগার। কিন্তু হাল ছাড়েনি সাকিব, আফিফ এবং নাঈম। তাঁদের ব্যাটিং নৈপুণ্য পুঁজি করে ১৩১ রানের ছোট একটা স্কোর দাঁড়া করায় টিম অজিদের বিপক্ষে ।
বোলিং এর সময় মাহেদী এর প্রথম বলের উইকেট বাড়তি আত্মবিশ্বাস এনে দেয় দলকে। পরবর্তীতে নাসুম এবং সাকিবের ঘূর্ণিতে ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। কিন্তু তরুণ নাসুম থামেন নি। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৪ জন অজি ক্রিকেটারকে শিকার করেছেন। দারুণ অধিনায়কত্ব এবং দারুণ খেলায় একটি জয় তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া এর সাথে ১ম বারের মতো টি টুয়েন্টি জয় টাইগারদের। তাঁদের জয়ে খুশি সারা জাতি। আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে এই আশা রাখে সবাই।
No comments