মাঠে গড়াবে লা লিগা ও ইপিএল

নতুন অর্থাৎ ২০২১-২২ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লীগ ও স্প্যানিশ লা লিগা শুরু হচ্ছে আজ রাত থেকে। প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে রাত ১টায় দেখা যাবে ব্রেন্টফোর্ডকে আর্সেনালের বিরুদ্ধে।অপরদিকে সুপারস্টার লিওনেল মেসি তল্পিতল্পা গুছিয়ে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার পর শুরু হতে যাচ্ছে নতুন মৌসুমের স্প্যানিশ লা লীগা। অর্থাৎ মেসিকে ছাড়াই মাঠে গড়াচ্ছে লা লিগা। আজ রাতে ২০২১-২২ মৌসুমের উদ্বোধনী ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে গেটাফে।ইপিএল এ এরপর শনিবার রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুলের মতো পরাশক্তিরা। আর রবিবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। করোনা মহামারীর কারণে গত লীগের বেশিরভাগ সময় দর্শকবিহীন মাঠে খেলা হয়েছিল। লীগের শেষ দিকে কিছু দর্শক ফিরেছিল মাঠে। তবে এবার দর্শক থাকবে শুরু থেকেই।



সেটা হবে ধারণক্ষমতার শতভাগ।অন্যদিকে লা লীগাতে এরপর শনিবার আলাভেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ। রবিবার শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন এ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সিলোনা। গত মৌসুমে পয়েন্ট টেবিলের শেষ তিনে থেকে অবনমন হয় হুয়েস্কা, রিয়াল ভায়াডোলিড ও এইবারের। তাদের জায়গায় মূল যজ্ঞে উঠে এসেছে এস্পানিওল, রিয়াল মায়োর্কা ও রায়ো ভায়েকানো।নতুন মৌসুমে শুধু বার্সিলোনাই শক্তি হারায়নি। তারকা খেলোয়াড় হারিয়েছে রিয়ালও। তাদের গত পাঁচ বছরের অধিনায়ক এবং রক্ষণের বড় ভরসা সার্জিও রামোস চুক্তি শেষে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে চলে গেছেন। লা লিগা শুরুর আগে ঘুরে ফিরে আসছে মেসির দলবদলের খবর। প্রতিযোগিতাটির ইতিহাসের রেকর্ড গোলদাতাকে ছাড়া স্পেনের শীর্ষ লীগ অনেকটাই রং হারাবে বলে অভিমত অনেকের।

No comments

Powered by Blogger.