“আলোকবিজ্ঞান” এর জনক হাসান ইবন আল-হাইসাম"

“আলোকবিজ্ঞান” এর জনক হাসান ইবন আল-হাইসাম":


হাসান ইবন আল-হাইসাম যার পূর্ণ নামঃআবু আলি আল-হাসান ইবনে আল হাসান ইবন আল হাইসাম। তিনি বসরায় জন্মগ্রহণ করলেও তার কর্মজীবনের বেশিরভাগ কাটিয়েছেন ফাতেমীয় খিলাফতের রাজধানী কায়রো তে। তিনি আলোকবিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে দর্শনানুভূতির ব্যাখ্যায়। তার সর্বাপেক্ষা প্রভাবশালী কাজ হচ্ছে তার কিতাব “আল-মানাযির”। তিনি দর্শনানুভূতির ব্যাখ্যায় প্রমাণ দিতে সক্ষম হয়েছিলেন যে আলো বস্তু হতে প্রতিফলিত হয়ে চোখে আসে বলেই তা দৃশ্যমান হয়।



তিনি একজন বহুবিদ্যাবিশারদ যিনি দর্শন, ধর্মতত্ত্ব সম্পর্কেও লিখেছেন। তিনি রেনেসাস পণ্ডিতদের পাঁচ শতাব্দী পূর্বেই বৈজ্ঞানিক পদ্ধতির পরিপূর্ণ ও স্পষ্ট বর্ণনাদাতার মর্যাদা পান। তিনি চাঁদ সম্বন্ধে লিখেছেন মাক্বালা ফি দাও আল-ক্বমার, লিখেছেন আল-শুকুক আ'লা বাতলামিউস। করেন।ইবন আল-হাইসামের গাণিতিক কাজের ভিত্তি ছিলো ইউক্লিড , অ্যাপোলোনিয়াস এর কনিক সেকশন এবং ছাবিত ইবন কুরার কাজের উপর। তাঁকে বলা হয় আলোকবিজ্ঞানের জনক, এছাড়াও আল-বসরি উপনামেও ডাকা হয়ে থাকে।

No comments

Powered by Blogger.