ষষ্ঠ ইমাম জাʿফর ইবনে আস-সাদিক
ষষ্ঠ ইমাম জাʿফর ইবনে আস-সাদিক:
ইমাম জাʿফর সাদেক ছিলেন একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মনীষী।তিনি ১৭ই রবিউল আওয়াল ৮৩ হিজরীতে পবিত্র মদিনা নগরীতে জন্মগ্রহণ করেন। তার কুনিয়াহ আব্দুল্লাহ (আল্লাহর বান্দা) এবং উপাধী সাদেক (সত্যবাদী)।
তিনি ছিলেন একাধারে ইসলামি ধর্মতত্ত্ব, ফিকহশাস্ত্র, হাদিসশাস্ত্র, কালামশাস্ত্র ও তাসাউফের একজন গুরুত্বপূর্ণ আলেম।
নবী মুহাম্মদের(সঃ) এর ভবিষ্যবাণী অনুযায়ী তিনি বারো ইমামের অন্যতম। নবীবংশের ষষ্ঠ ইমাম হিসেবে তিনি শিয়া সম্প্রদায় কর্তৃক মান্য।হযরত ইমাম জা'ফর সাদেক ৬৫ বছর বয়সে ১৪৮ হিজরীতে শাহাদাত বরণ করেন। তাকে মদিনা শরিফের কবরস্থান জান্নাতুল বাক্বীতে সমাধীস্থ করা হয়।
No comments