"বিমানের পিতা" আব্বাস ইবনে ফিরনাস

"বিমানের পিতা" আব্বাস ইবনে ফিরনাস :

আব্বাস ইবনে ফিরনাস আন্দালুসের ইযন-রেন্ড ওন্ডায় ৮১০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কর্ডোবা আমিরাতে বসবাস করতেন।তার আসল নাম আব্বাস আবু আলকাসিম ইবনে ফিরনাস ইবনে ইরদাস আল তাকুরিনি।

তিনি আল-মাকাতা নামক জলঘড়ির নকশা করেন। এছাড়াও তিনি স্বচ্ছ কাচ নির্মাণের জন্য যন্ত্রের নকশাও প্রণয়ন করেন। তিনি জ্যোতির্বিজ্ঞানের জন্য প্ল্যানিস্ফিয়ার নামক যন্ত্র ও পাঠের উপযোগী লেন্স প্রস্তুত করেন। গ্রহ নক্ষত্রের ঘূর্ণন প্রদর্শনের জন্য কার্যকর মডেলও তিনি প্রস্তুত করেন। তার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল পাথরের স্ফটিককে কাটার প্রক্রিয়া।




উড্ডয়নের প্রচেষ্টার জন্য তিনি সমধিক পরিচিত।চাঁদে "ইবনে ফিরনাস" গহ্বরটি ইবনে ফিরনাসের নামে নামকরণ করা হয়েছে।
বলা হয় তিনি একজোড়া পাখার মাধ্যমে আকাশে উড়েছিলেন। ঐতিহাসিকদের মতে, ইবনে ফিরনাসের বয়স যখন ৬৫ থেকে ৭০ সে সময় তিনি ইয়েমেনের জাবাল আল আরুস পর্বতের চূড়া থেকে উড়াল দেন। দশ মিনিটের মতো তিনি আকাশে ভেসে থেকে ছিলেন।কিন্তু অবতরণের সময় দুর্ঘটনার কারণে মারাত্মকভাবে আহত হন।আনুমানিক ৮৮৭ খ্রিস্টাব্দে কর্ডোভায়
সর্বপ্রথম আকাশে উড্ডয়নকারী এই মহান ব্যক্তির মৃত্যু ঘটে।

No comments

Powered by Blogger.