মরক্কী পরিব্রাজক ইবনে বতুতা

মরক্কী পরিব্রাজক ইবনে বতুতা:

ইবনে বতুতা ১৭ রজব ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৪ খ্রিষ্টাব্দের ২৪ ফেব্রুয়ারি রবিবার দিন মরোক্কোর তাঞ্জিয়ারে জন্মগ্রহণ করেন।তার পূর্ণ নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা।ইবনে বতুতা একুশ বছর বয়স থেকে শুরু করে জীবনের পরবর্তী ৩০ বছরে প্রায় ৭৫,০০০ মাইল(১,২১,০০০কিমি) পথ পরিভ্রমণ করেছেন। তিনিই একমাত্র পরিব্রাজক যিনি তার সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেছেন এবং তৎকালীন সুলতানদের সাথে সাক্ষাৎ করেছেন।



বর্তমান পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে মিশর, সৌদি আরব, সিরিয়া, ইরান, ইরাক, কাজাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীন ভ্রমণ করেছিলেন তিনি।ইবনে জুজাই এর মতে ইবনে বতুতা নিজেই বলেছেন "আল্লাহর রহমতে সমগ্র পৃথিবী ভ্রমণের মনঃকামনা পূর্ণ হয়েছে যেটা কোন সাধারণ মনুষের পক্ষে সম্ভব না।"তার জীবদ্দশায় "রিহলা” নামক গ্রন্থটি লিপিবদ্ধ করা হয় যেখানে তার সকল ভ্রমণ কাহিনি তুলে ধরা হয়েছে।বিশ্ববিখ্যাত এই পরিব্রাজক আনুমানিক ১৩৭৭ সনে তানজাহ,মরোক্কোতে পরলোক গমন করেন।

No comments

Powered by Blogger.