চেতরির থাবায় বাঘবন্দি বাংলাদেশ

গত ৭ জুন জাসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ৭ম খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ব্রিটিশ কোচ জিমি ডে এর ৪-২-৩-১ ফরমেশনে দল প্রথমার্ধে কিছুটা ডিফেন্স এবং নিয়ন্ত্রণ নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধে ছন্দছাড়া হয়ে পড়ে জামাল বাহিনী। একের পর এক ভুল পাস, ভুল কন্ট্রোল এর জন্য ম্যাচ এ ৭৪% সময় বল ভারত বাহিনী এর পায়ে ছিল, সাথে তারা পেয়েছে ৯ টি কর্নার এবং ১০ টি ফ্রি কিক। কিন্তু পূর্বের সেই বিড়াল হয়ে থাকা বাংলার ডিফেন্স এখন পরিবর্তন হয়েছে। তারিক কাজী, তপু বর্মনের মতো অসাধারণ ডিফেন্স আমাদের ভবিষ্যৎ উন্নতির জন্য এক নতুন আশা।



কিন্তু এত আশা এর মাঝেও ছোট কিছু ভুল এর সুবাদে এক সময় নিজেদের জয়ের জন্য প্রত্যাশিত গোল খুজে পায় ভারত, সেখানে অবদান রাখেন কাপ্তান সুনীল। তাঁর ২ গোলে জয় নিয়ে ড্রেসিং রুম এ ফেরত আসে টিম ভারত। ৭৮ মিনিট শেষ এ আশিক কুরুনিয়ান এর দুর্দান্ত এক ক্রস এ হেড দিয়ে নিজেকে জয়ের নায়ক হিসেবে শুভসূচনা করে, তার ধারাবাহিকতায় সুরেশ এর কাট ব্যাকে বক্সের মধ্যে ডান পায়ে চিপ দিয়ে ২য় গোল করেন ভারতীয় কাপ্তান। এই নিয়ে গ্রুপ এ ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে ভারত, আর জামাল বাহিনী তাদের তলানির স্থান থেকে এখনো উপরে আসতে পারে নি।

1 comment:

Powered by Blogger.