রেকর্ড করেন যেমন, খবরও রাখেন

ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ—এ দুটি পুরস্কারই নেওয়ার পর পুরস্কার বিতরণীতে সঞ্চালক আনজুম চোপড়া কথার শেষ দিকে সাকিবকে বলছিলেন, টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেট হলো তাঁর। এরপর লাসিথ মালিঙ্গার কথা মনে করিয়ে দেওয়া হলো সাকিবকে। তবে সাকিব জবাব দিলেন, ‘আমার মনে হয় না সে এক হাজার রান করেছে।’



ভুলটা বুঝতে পেরে আনজুম বললেন, ‘ভালোই রেকর্ডের খবর রাখো দেখি!’ সাকিব বললেন, ‘মাঝে মাঝে রাখি’। সতীর্থদের হাততালি আর উল্লাস আরেক দফা শুরু হয়ে গেছে তখন।গতকাল সফরকারী অস্ট্রেলিয়াকে ৬২ রানে গুড়িয়ে দেশে পাঠিয়ে দেয় স্বাগতিক বাংলাদেশ।এদিন ক্যারিয়ারে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন, ম্যাচসেরা হয়েছেন, টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেরা বোলিং ফিগার গড়েছেন, সিরিজসেরা হয়েছেন। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় হয়ে জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গিয়েছিলেন।
আজ সিরিজসেরার পুরস্কারে বিরাট কোহলির সঙ্গে ব্যবধানটা ১-এ নামিয়ে আনলেন তিনি। কোহলি সিরিজসেরা হয়েছেন এখন পর্যন্ত ১৭ বার, তাঁর ওপরে থাকা শচীন টেন্ডুলকার হয়েছিলেন ১৯ বার।
আজ অস্ট্রেলিয়াকে তাদের সর্বনিম্ন ৬২ রানে গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে বোলিংয়ে সাকিব নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। অথচ আগের ম্যাচেই এক ওভারে ৩০ রান দিয়েছিলেন তিনি। ড্যান ক্রিস্টিয়ান চড়াও হয়েছিলেন তাঁর ওপর, বদলে গিয়েছিল ম্যাচের দৃশ্যপট।সিরিজে স্পিনারদের দাপট থাকলেও সাকিব কৃতিত্ব দিতে চান পেসারদেরও, ‘আমাদের যেখানে উন্নতি দরকার, আমরা সেখানে উন্নতি করছি। ফাস্ট বোলাররা অনেক ভালো করছে আমাদের। মোস্তাফিজ, সাইফউদ্দিন, শরীফুল, জিম্বাবুয়ে সফরে তাসকিন অনেক ভালো করেছে। তাদের কারণে আমাদের (স্পিনারদের) কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। ফাস্ট বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারা অসাধারণ বোলিং করেছে। আমরাও আমাদের দিক থেকে করছি। এ পারফরম্যান্স ফাস্ট বোলিং ও স্পিনের সমন্বয় ছিল।’

No comments

Powered by Blogger.