করোনা ভাইরাস সর্বশেষ তথ্য
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জনে। মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে। সোমবার সকাল পর্যন্ত ৪৭ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এক্ষেত্রে শনাক্ত হার ২৪ দশমিক ২৮ শতাংশ।
সরকারি হিসেবে গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৪১২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
No comments